গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় প্রতিটি জেলায় একটি করে জেলা শিক্ষা অফিস অবস্থিত। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর অধীন মাঠ প্রশাসনের জেলা পর্যায়ের অফিস হল জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জ। সদর হাসপাতালের পশ্চিমে ম্যাটস এর বিপরীতে অবস্থান। জেলা শিক্ষা অফিসার এর অফিস প্রধান। শিক্ষা মন্ত্রণালয়ের সমস্ত নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি সরকারি/বেসরকারি পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল পর্যায়ের মাদরাসার বহুমুখী সেবা প্রদান করে থাকে।
জেলা শিক্ষা অফিসের আওতায় সংশ্লিষ্ট জেলার প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে। মোট ০৯ (নয়) টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সমস্ত কার্যক্রম তদারকি করে এ অফিস।
ফোনঃ 02588830043
ফ্যাক্সঃ 02588830043
ই-মেইলঃ deosirajgonj@gmail.com
ওয়েবসাইটঃ www.deo.sirajganj.gov.bd